know more
এক যুগ আগে যাত্রা শুরু করেছিল একটি সুন্দর স্বপ্ন। সে স্বপ্নটি গত ১২ বছরে সত্যি হতে সাহায্য করেছে আরো হাজারো মানুষের হাজারো স্বপ্ন। বলছিলাম আইটি ট্রেনিংয়ে বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের কথা। গত এক যুগে আইটি সেক্টরে অসামান্য অবদানের জন্য প্রতিষ্ঠানটি অর্জন করে নানা সম্মানজনক পুরস্কার।
নিষ্ঠার সাথে এগিয়ে যাওয়া প্রতিষ্ঠানটির ৪২ হাজারেরও বেশি প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থী, ১৫ হাজারেরও বেশি জব প্লেসমেন্ট আর ৩০০ এর বেশি অভিজ্ঞ শিক্ষক সম্মিলিতভাবে প্রতিষ্ঠানটিকে করেছে সেরাদের সেরা।
১ যুগ পূর্তি উপলক্ষ্যে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে একটি বিশেষ প্রতিযোগিতার। প্রতিযোগিতাটি বিশ্বব্যাপী সবার জন্য উন্মুক্ত। প্রতিযোগিতার ক্যাটাগরি, নিয়মাবলী, অংশগ্রহণের প্রক্রিয়াসহ এর আদ্যোপান্ত জেনে নিতে পারবেন আমাদের এই ইভেন্ট ওয়েবসাইটে।
১ যুগ পূর্তির এই প্রতিযোগিতায় ৪টি ক্যাটাগরি রয়েছেঃ Mobile Photography, Video Making, Image Manipulation এবং Business Idea Generation. বিচারকদের রায়ে নির্বাচিত হবে চূড়ান্ত বিজয়ী এবং তাদের জন্য থাকছে Laptop, Drone, Funding & DSLR Camera এর মত আকর্ষণীয় সব পুরস্কার। তাছাড়া ভাগ্যবান ২০০ বিজয়ীর জন্য থাকছে আইটি কোর্সগুলোতে ১০০% স্কলারশিপের সুযোগ।
Explore our
আধুনিকতার এই যুগে আমাদের সবার হাতে নিশ্চয়ই একটি স্মার্ট ফোন আছে। মানুষ কত ভাবেই-না এই স্মার্ট ফোনের...
get detailsবর্তমানে গ্রাফিক ডিজাইন একটি ট্রেন্ডিং টপিক অনেকেই এটা নিয়ে কাজ করছেন। যারা ইমেজ ম্যানিপুলেশন নিয়ে কাজ...
get detailsপ্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে নিজেকে আপগ্রেড করে নিতে পারলে সব সময়ই সৃজনশীলতার বিকাশ ঘটানো সম্ভব।
get detailsআপনি যদি কোনও সপ্নদ্রষ্টা হন যে একদিন আপনার নিজের ব্যবসা শুরু করার স্বপ্ন দেখেন, তাহলে এই বিজনেস আইডিয়া...
get detailsCompetition Starts: 10 November 2020
Voting Starts: 16 December 2020
Competition Ends: 30 December 2020