category
আধুনিকতার এই যুগে আমাদের সবার হাতে নিশ্চয়ই একটি স্মার্ট ফোন আছে। মানুষ কত ভাবেই-না এই স্মার্ট ফোনের সুবিধাগুলো লুফে নিচ্ছে। তাহলে আপনি কেন বসে থাকবেন? মহামারীর এই সময় সবাই যখন অলস সময় কাটাচ্ছে; তখন আপনি অলস মস্তিষ্কে বসে না থেকে বের করে আনুন আপনার সেরাটা। নিজেকে প্রস্তুত করুন একজন সৃজনশীল মানুষ হিসেবে। আর সেই সৃজনশীলতা প্রকাশের উদ্দেশ্যে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট আপনাকে দিচ্ছে এক বিশাল সম্ভাবনাময় পথের সন্ধান। “সেরা সন্ধান”-এর খোঁজে আমাদের ১ যুগপূর্তি উদযাপন উপলক্ষ্যে আমরা নিয়েছি এক ভিন্নধর্মী উদ্দ্যোগ-- সৃজনশীল প্রতিযোগিতা; যার মাধ্যমে আমরা খুঁজে পাবো প্রকৃত মেধাবীদের।
তাহলে চলুন, মোবাইল ফোন বা ক্যামেরা ফটোগ্রাফির মাধ্যমে আমাদের সেরা-টা বের করে আনার জন্য আজ থেকেই আদা-জল খেয়ে ঝাপিয়ে পড়ি এবং আপনার সৃজনশীলতার বিচারে আমরা আপনাদের জন্য রাখছি আকর্ষণীয় উপহার।
1. Landscape Photography / প্রাকৃতিক দৃশ্যঃ আপনার ফোন দিয়ে ছবি তুলে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরতে পারেন।
নিচের ছবি গুলো উদাহরণ হিসেবে দেখে নিতে পারেন
2. Lifestyle Photography / জীবন বৈচিত্র্য দৃশ্যঃ মানুষের কর্মচঞ্চল বা কাজের ছবি, রাস্তাঘাটে মানুষ অনেক ধরণের কাজ করে থাকে এসব কর্মজীবী মানুষের ছবি তুলতে পারেন।
নিচের ছবি গুলো উদাহরণ হিসেবে দেখে নিতে পারেন
3. Creative Photography / সৃজনশীল দৃশ্যঃ নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে যেকোন অর্থবহ বিষয়ের ছবি তুলতে পারবেন।
নিচের ছবি গুলো উদাহরণ হিসেবে দেখে নিতে পারেন
Image Source: Shutterstock
know about
Mobile Photography ক্যাটাগরিতে ১০০ জন প্রতিযোগী শর্টলিস্ট করা হবে। এবং সর্বোচ্চ Vote পাওয়ার ভিত্তিতে বিজয়ীদের শর্টলিস্ট করা হবে।
এই শর্টলিস্ট প্রতিযোগীর মধ্য থেকে ৫০ জন বিজয়ী পাচ্ছেন Adobe Photoshop কোর্সে ১০০% স্কলারশিপের সুযোগ
বিজয়ীদের প্রথম যিনি হবেন তিনি পাচ্ছেন একটি “ DSLR Camera ”.
চূড়ান্ত বিজয়ী নির্বাচন করবে আমাদের বিচারক মণ্ডলী।
know about
Sub-Category: ফাইল সাবমিশনের ক্ষেত্রে যেকোনো একটি সাব-ক্যাটাগরি বেছে নিন।
Submission: ছবি সাবমিশন শুরু হবে ১০ই নভেম্বর থেকে। ছবি সাবমিট করার সময় অবশ্যই নিজস্ব সকল তথ্য সঠিক দিতে হবে এবং ফরমে থাকা আবশ্যক স্থানগুলো পূরণ করতে হবে।
একজন একটি ছবি সাবমিট করতে পারবেন এবং অবশ্যই আপনার নিজস্ব মোবাইলে তোলা ছবি হতে হবে। কর্তৃপক্ষ চাহিবামাত্র এর প্রমান দিতে বাধ্য থাকিবেন। ফাইলটি অবশ্যই “Jpeg” ফরমেটে সাবমিট করবেন।
সাবমিট করার ক্ষেত্রে আপনার গুগল ড্রাইভে আপলোড করে এরপর সেটার লিঙ্ক আমাদের সাবমিশন ফরমে দিবেন।
Hashtag: ছবি অবশ্যই ফেসবুকে শেয়ার করতে হবে এবং শেয়ার করার সময় ক্যাপশনে হ্যাশট্যাগ #creativeitinstitute #cit12years #CITAnniversary #creativeitcontest2020 লিখতে হবে।
Share: আপনার ছবিটি এবং আমাদের ইভেন্টটি ফেসবুকে শেয়ার করতে হবে। শেয়ারের লিঙ্ক আমাদের ওয়েবসাইটে থাকবে।
Voting: আমাদের অফিসিয়াল ইভেন্ট ওয়েবসাইটে আপনার ছবিটি পোস্ট করা হবে। শেয়ার করার জন্য আপনি ওয়েবসাইট থেকে শেয়ার লিঙ্ক পেয়ে যাবেন। আপনার ছবিটি ফেসবুকে শেয়ার করবেন। যার যত বেশি লাইক, কমেন্ট ও শেয়ার থাকবে তাকে প্রাথমিক ভাবে নির্বাচন করা হবে। এই পর্যায়ে ভোটিং পদ্ধতিতে বাছাই করা হবে সেরা ১০০ জনকে।
Winner চূড়ান্ত বিজয়ী নির্বাচন করবে আমাদের বিচারক মণ্ডলী।
ছবির Resolution 300 DPI
ফাইল জমা দেয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর ২০২০।
Voting: ভোটিং শুরু হতে যাচ্ছে ১২ ডিসেম্বর ২০২০ থেকে।
যে কোন বয়সী বাংলাদেশী যে কোনো স্থান থেকে এই প্রতিযোগীতায় অংশগ্রহন করতে পারবে।
আপনার হাতে একটি স্মার্ট ফোন থাকলেই আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারছেন।
ভোট করার মাধ্যমে প্রতিযোগী শর্টলিস্ট করা হবে।
বিচারক ও সর্বোচ্চ ভোটের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হবে।
কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হবে।
কোন তথ্য, নিয়মাবলী অথবা সাবমিশন পদ্ধতি বুঝতে অসুবিধা হলে, কোন কিছু জানার থাকলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার প্রশ্নটি আমাদের ইভেন্টে পোস্ট করুন।
ইভেন্ট লিঙ্কঃ https://www.facebook.com/events/
অথবা সরাসরি মেসেজ করুনঃ m.me/creativeitinstitute
category
বর্তমানে গ্রাফিক ডিজাইন একটি ট্রেন্ডিং টপিক অনেকেই এটা নিয়ে কাজ করছেন। যারা ইমেজ ম্যানিপুলেশন নিয়ে কাজ করছেন তাদের জন্যই ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট ১ যুগপূর্তি উদযাপন উপলক্ষ্যে Image Manipulation ক্যাটাগরিতে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে যেখানে বিশেষ নিয়মগুলো ফলো করে, ফটোশপ অথবা ইলাস্ট্রেটর ব্যবহার করে ক্রিয়েটিভ ম্যানিপুলেশন করবেন আপনারা। আপনার সৃজনশীলতার বিচারে আমরা আপনাদের জন্য রাখছি আকর্ষণীয় সকল উপহার।
1. COVID19 HEROS: করোনা কালীন সময়ে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন সংস্থার মানুষ যারা করোনা আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন নিজের মৃত্যুকে উপেক্ষা করে তাদের নিয়ে কোন ম্যানিপুলেশন হতে পারে।
নিচের ম্যানিপুলেশন গুলো উদাহরণ হিসেবে দেখে নিতে পারেন
2. Save the Green: আমরা যেভাবে পরিবেশ দূষিত করছি একসময় সবুজ আর থাকবে না তাই আমরা কিভাবে সবুজ বা পরিবেশের দূষণ কমাতে পারি এটা নিয়ে কোন আইডিয়া।
নিচের ম্যানিপুলেশন গুলো উদাহরণ হিসেবে দেখে নিতে পারেন
3. Creative Manipulation: নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে যেকোনো ধরণের বোধগম্য ম্যানিপুলেশন করতে পারেন।
নিচের ম্যানিপুলেশন গুলো উদাহরণ হিসেবে দেখে নিতে পারেন
Image Source: Shutterstock
know about
Image Manipulation ক্যাটাগরিতে ১০০ জন প্রতিযোগী শর্টলিস্ট করা হবে এবং সর্বোচ্চ Vote পাওয়ার ভিত্তিতে বিজয়ীদের শর্টলিস্ট করা হবে।
এই ১০০ জন শর্টলিস্ট প্রতিযোগীর মধ্য থেকে ৫০ জন বিজয়ী পাচ্ছেন Motion Graphics / 3D Animation কোর্সে ১০০% স্কলারশিপের সুযোগ।
বিজয়ীদের প্রথম যিনি হবেন তিনি পাচ্ছেন একটি “ LAPTOP ”।
চূড়ান্ত বিজয়ী নির্বাচন করবে আমাদের বিচারক মণ্ডলী।
know about
Sub-Category: ফাইল সাবমিশনের ক্ষেত্রে যেকোনো একটি সাব-ক্যাটাগরি বেছে নিন।
Submission: ইমেজ সাবমিশন শুরু হবে ১০ই নভেম্বর থেকে। ছবি সাবমিট করার সময় অবশ্যই নিজস্ব সকল তথ্য সঠিক দিতে হবে এবং ফরমে থাকা আবশ্যক স্থানগুলো পূরণ করতে হবে।
একজন একটি বিষয়ে একটি ফাইলই সাবমিট করতে পারবেন এবং অবশ্যই আপনার নিজস্ব ডিজাইন করা ইমেজ হতে হবে। কর্তৃপক্ষ চাহিবামাত্র এর ‘Raw File’ দিতে বাধ্য থাকিবেন।
ফাইলটি অবশ্যই “PSD” ফরমেটে সাবমিট করতে হবে।
সাবমিট করার ক্ষেত্রে ফাইলটি আপনার গুগল ড্রাইভে আপলোড করে এরপর সেটার Shareable link আমাদের সাবমিশন ফরমে দিতে হবে।
Hashtag: ইমেজটি অবশ্যই ফেসবুকে শেয়ার করতে হবে এবং শেয়ার করার সময় ক্যাপশনে হ্যাশট্যাগ #creativeitinstitute #cit12years #CITAnniversary #creativeitcontest2020 লিখতে হবে।
Share: আপনার ইমেজটি এবং আমাদের ইভেন্টটি ফেসবুকে শেয়ার করতে হবে। শেয়ারের লিঙ্ক আমাদের ওয়েবসাইটে থাকবে।
Voting: আমাদের অফিসিয়াল ইভেন্ট ওয়েবসাইটে আপনার ভিডিওটি পোস্ট করা হবে। শেয়ার করার জন্য আপনি ওয়েবসাইট থেকে শেয়ার লিঙ্ক পেয়ে যাবেন। আপনার ছবিটি ফেসবুকে শেয়ার করবেন। যার যত বেশি লাইক, কমেন্ট ও শেয়ার থাকবে তাকে প্রাথমিক ভাবে নির্বাচন করা হবে। এই পর্যায়ে ভোটিং পদ্ধতিতে বাছাই করা হবে সেরা ১০০ জনকে।
Manipulation এর ছবি যে কোন সোর্স থেকে নিতে পারবেন তবে Application Form এর Brief এ বিস্তারিত উল্লেখ করতে হবে।
Winner চূড়ান্ত বিজয়ী নির্বাচন করবে আমাদের বিচারক মণ্ডলী।
ফাইল জমা দেয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর ২০২০।
Voting: ভোটিং শুরু হতে যাচ্ছে ১২ ডিসেম্বর ২০২০ থেকে।
যে কোন বয়সী বাংলাদেশী যে কোনো স্থান থেকে এই প্রতিযোগীতায় অংশগ্রহন করতে পারবে।
আপনার Photoshop / Illustrator সফটওয়্যারটির যেকোনো একটি জানা থাকলেই আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারছেন।
অনলাইন ভোটের মাধ্যমে প্রতিযোগী শর্টলিস্ট করা হবে।
বিচারক ও সর্বোচ্চ ভোটের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হবে।
কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হবে।
কোন তথ্য, নিয়মাবলী অথবা সাবমিশন পদ্ধতি বুঝতে অসুবিধা হলে, কোন কিছু জানার থাকলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার প্রশ্নটি আমাদের ইভেন্টে পোস্ট করুন।
ইভেন্ট লিঙ্কঃ https://www.facebook.com/events/
অথবা সরাসরি মেসেজ করুনঃ m.me/creativeitinstitute
category
প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে নিজেকে আপগ্রেড করে নিতে পারলে সব সময়ই সৃজনশীলতার বিকাশ ঘটানো সম্ভব। সৃজনশীলতা বরাবরই আপনাকে আকাশ ছোঁয়াতে পারে। তাই আপনি শুরু থেকেই চমকপ্রদ এক ভবিষ্যতের স্বপ্ন দেখতেই পারেন। আর আপনার এই সৃজনশীল কাজ দিয়ে দর্শকের দৃষ্টিনন্দন হয়ে ওঠার অন্য একটি মাধ্যমে হচ্ছে ভিডিও মেকিং বা ভিডিওগ্রাফি। ইউটিউবে গেলেই দেখা যায় শুধুমাত্র মোবাইল থেকে ভিডিও ধারন করেই আমাদের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য বা দৈনন্দিন বিষয়ে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে ছোট ছোট ভিডিও তৈরি করে অনেকেই খ্যাতি ও পরিচিতি পেয়েছেন। ইচ্ছা থাকলে আপনিও পারবেন আপনার হাতে থাকা ফোনটি / ক্যামেরা ব্যবহার করে ভিডিও ধারন করে নিজেকে ফুটিয়ে তুলতে।
আর তাই সবার সামনে বাংলাদেশের উন্নয়ন ও আমাদের অবদান তুলে ধরতে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট আয়োজন করেছে এই বিশেষ প্রতিযোগিতার। ভিডিও মেকিং প্রতিযোগিতায় ১ মিনিটে তুলে ধরুন বাংলাদেশের সৌন্দর্য এবং জিতে নিন আকর্ষণীয় পুরুস্কার।
1. Natural Beauty of Bangladesh / বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যঃ আপনার ১ মিনিটের ভিডিওতে বাংলাদেশের সৌন্দর্য তুলে ধরুন। যেমনঃ গ্রামের সৌন্দর্য, নদী, সবুজ প্রকৃতি, দর্শনীয় স্থান বা শহুরে জীবন আপনার ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারেন।
নিচের ভিডিওটি উদাহরণ হিসেবে দেখে নিতে পারেন
2. Positive Bangladesh / পজেটিভ বাংলাদেশঃ আমাদের দেশ নিয়ে অনেকেই নেগেটিভ কথা বলে কিন্তু আমরা জানি বাংলাদেশের অনেকগুলো ইতিবাচক বিষয় রয়েছে যা আমরা বিশ্বব্যাপী তুলে ধরতে পারি ভিডিওর মাধ্যমে।
নিচের ভিডিওটি উদাহরণ হিসেবে দেখে নিতে পারেন
Video Source: Youtube
know about
Video Making ক্যাটাগরিতে ১০০ জন প্রতিযোগী শর্টলিস্ট করা হবে এবং সর্বোচ্চ Vote পাওয়ার ভিত্তিতে বিজয়ীদের শর্টলিস্ট করা হবে।
এই ১০০ জন শর্টলিস্ট প্রতিযোগীর মধ্য থেকে ৫০ জন বিজয়ী পাচ্ছেন Motion Graphics / Video Editing কোর্সে ১০০% স্কলারশিপের সুযোগ।
বিজয়ীদের প্রথম যিনি হবেন তিনি পাচ্ছেন একটি “ DRONE ”.
চূড়ান্ত বিজয়ী নির্বাচন করবে আমাদের বিচারক মণ্ডলী।
know about
Sub-Category: ভিডিও সাবমিশনের ক্ষেত্রে যেকোনো একটি সাব-ক্যাটাগরি বেছে নিতে হবে।
Submission: ভিডিও সাবমিশন শুরু হবে ১০ই নভেম্বর থেকে। ভিডিও সাবমিট করার সময় অবশ্যই নিজস্ব সকল তথ্য সঠিক দিতে হবে এবং ফরমে থাকা আবশ্যক স্থানগুলো পূরণ করতে হবে।
একজন একটি ভিডিও সাবমিট করতে পারবেন এবং অবশ্যই আপনার নিজস্ব ধারনকৃত ভিডিও হতে হবে। কর্তৃপক্ষ চাহিবামাত্র এর ‘Raw File’ দিতে বাধ্য থাকিবেন।
ভিডিও সময়সীমা সর্বোচ্চ ১ মিনিট হতে হবে।
ফাইলটি অবশ্যই “MP4” ফরমেটে সাবমিট করতে হবে।
সাবমিট করার ক্ষেত্রে ফাইলটি আপনার গুগল ড্রাইভে আপলোড করে এরপর সেটার Shareable link আমাদের সাবমিশন ফরমে দিতে হবে।
Hashtag: ভিডিও অবশ্যই ফেসবুকে শেয়ার করতে হবে এবং শেয়ার করার সময় ক্যাপশনে হ্যাশট্যাগ #creativeitinstitute #cit12years #CITAnniversary #creativeitcontest2020 লিখতে হবে।
Share: আপনার ভিডিওটি এবং আমাদের ইভেন্টটি ফেসবুকে শেয়ার করতে হবে। শেয়ারের লিঙ্ক আমাদের ওয়েবসাইটে থাকবে।
Voting: আমাদের অফিসিয়াল ইভেন্ট ওয়েবসাইটে আপনার ভিডিওটি পোস্ট করা হবে। শেয়ার করার জন্য আপনি ওয়েবসাইট থেকে শেয়ার লিঙ্ক পেয়ে যাবেন। আপনার ছবিটি ফেসবুকে শেয়ার করবেন। যার যত বেশি লাইক, কমেন্ট ও শেয়ার থাকবে তাকে প্রাথমিক ভাবে নির্বাচন করা হবে। এই পর্যায়ে ভোটিং পদ্ধতিতে বাছাই করা হবে সেরা ১০০ জনকে।
Winner চূড়ান্ত বিজয়ী নির্বাচন করবে আমাদের বিচারক মণ্ডলী।
ফাইল জমা দেয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর ২০২০।
Voting: ভোটিং শুরু হতে যাচ্ছে ১২ ডিসেম্বর ২০২০ থেকে।
যে কোন বয়সী বাংলাদেশী যে কোনো স্থান থেকে এই প্রতিযোগীতায় অংশগ্রহন করতে পারবে।
আপনার হাতে একটি স্মার্ট ফোন / ক্যামেরা থাকলেই আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারছেন।
অনলাইন ভোটের মাধ্যমে প্রতিযোগী শর্টলিস্ট করা হবে।
বিচারক ও সর্বোচ্চ ভোটের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হবে।
কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হবে।
কোন তথ্য, নিয়মাবলী অথবা সাবমিশন পদ্ধতি বুঝতে অসুবিধা হলে, কোন কিছু জানার থাকলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার প্রশ্নটি আমাদের ইভেন্টে পোস্ট করুন।
ইভেন্ট লিঙ্কঃ https://www.facebook.com/events/
অথবা সরাসরি মেসেজ করুনঃ m.me/creativeitinstitute
category
আপনি যদি কোনও সপ্নদ্রষ্টা হন যে একদিন আপনার নিজের ব্যবসা শুরু করার স্বপ্ন দেখেন, তাহলে এই বিজনেস আইডিয়া চ্যালেঞ্জটি আপনারই জন্য! আপনি কীভাবে আপনার ধারণাকে আরও শক্তিশালী ব্যবসায়িক মডেল হিসাবে প্রকাশ করবেন এবং এটি বিশ্বের কাছে কিভাবে উপস্থাপন করবেন, তার বিস্তারিত দিক গুলো আমাদের লিখিত আকারে পাঠান।
ধরুন এটি একটি উদ্ভাবনী মোবাইল অ্যাপ্লিকেশন, একটি নতুন চিকিৎসা ব্যবস্থা অথবা নতুন কোন প্রোডাক্ট/সেবা, যাই হোক না কেন আমরা আপনার ধারণাটি শুনতে চাই। আপনার আইডিয়াটি কীভাবে বাস্তব জীবনের সমস্যাগুলি সমাধান করবে এবং গ্রাহকদের কতটা গ্রহণযোগ্যতা পাবে আমরা সেটার উপর ভিত্তি করেই আইডিয়া গুলো নির্বাচন করবো।
ক্রিয়েটিভ আইটির ১ যুগ পূর্তির বিশেষ প্রতিযোগিতায় আমাদের চতুর্থ ক্যাটাগরি হচ্ছে “Business Idea Generation”. আপনার বিজনেস আইডিয়াটি চূড়ান্ত হলে আপনার বিজনেস আইডিয়া বাস্তবায়ন এবং এর Funding দিবে ক্রিয়েটিভ আইটি। যা আপনার সফলতার সিঁড়ি হয়ে কাজ করবে।
know about
বিজয়ীদের প্রথম যিনি হবেন তিনি তার আইডিয়ার জন্য পাচ্ছেন একটি “Business Fund Raising / উপযুক্ত অর্থায়ন”।
শর্টলিস্ট প্রতিযোগীর মধ্য থেকে ৫০ জন বিজয়ী পাচ্ছেন Digital Marketing কোর্সে ১০০% স্কলারশিপের সুযোগ।
চূড়ান্ত বিজয়ী নির্বাচন করবে আমাদের বিচারক মণ্ডলী।
know about
Team: আইডিয়া সাবমিট করার জন্য অবশ্যই টিম হতে হবে। একটি টিমে সর্বনিম্ব ২ ও সর্বোচ্চ ৫ জন থাকতে হবে।
আইডিয়া অবশ্যই ইউনিক হতে হবে কপি করা যাবে না কিছু।
আইডিয়াটি ppt / powerpoint ফাইলে সাবমিট করতে হবে।
Idea: বিস্তারিত আইডিয়া হতে হবে, প্রেজেন্টেশন আকারে থাকতে হবে, আপনি কি করতে চান, ভাল দিক খারাপ দিক, আগামী ৫ বছরে এর ভিশন এবং মিশন, লাভ ক্ষতির পরিমাণসহ অন্যান্য বিষয়।
Winner:চূড়ান্ত বিজয়ী নির্বাচন করবে আমাদের বিচারক মণ্ডলী।
ফাইল জমা দেয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর ২০২০।
Voting: ভোটিং শুরু হতে যাচ্ছে ১২ ডিসেম্বর ২০২০ থেকে।
১৫ বছরের উপরের যে কেউ তাদের আইডিয়া দিতে পারবেন। যেকোন বাংলাদেশী যেকোন স্থান থেকে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবেন।
এই ক্যাটাগরিতে অবশ্যই টিমে অংশগ্রহণ করতে হবে।
একটি টিমে নিম্নে ২ জন এবং উর্ধে ৫ জন থাকতে পারবে।
শর্টলিস্ট প্রতিযোগীর মধ্য থেকে বিচারক মণ্ডলী চূড়ান্ত বিজয়ী নির্বাচন করবেন।
কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হবে।
কোন তথ্য, নিয়মাবলী অথবা সাবমিশন পদ্ধতি বুঝতে অসুবিধা হলে, কোন কিছু জানার থাকলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার প্রশ্নটি আমাদের ইভেন্টে পোস্ট করুন।
ইভেন্ট লিঙ্কঃ https://www.facebook.com/events/
অথবা সরাসরি মেসেজ করুনঃ m.me/creativeitinstitute